কায়রো: দীর্ঘ ৩০ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য বিক্ষোভকারীদের বেঁধে দেওয়া সময় শেষ হয়ে গেছে। তবুও যথারীতি তিনি ক্ষমতা আঁকড়ে আছেন।
শুক্রবার মোবারককে ক্ষমতাচ্যুত করতে ‘প্রস্থান দিবস’ পালন করে বিক্ষোভকারীরা। এ সময় রাজধানী কায়রো জনসমুদ্রে পরিণত হয়।
এই মুহূর্তে ক্ষমতা ছাড়ার কোনো লক্ষণ তার মধ্যে দেখা যাচ্ছে না। যদিও কায়রোসহ পুরো মিশরে টানা ১২ দিনের মতো লাখ লাখ বিক্ষোভকারী আন্দোলন অব্যাহত রেখেছেন।
তাহরির স্কয়ার যা এখন স্বাধীনতা স্কয়ার রূপান্তরিত হয়েছে, সেখানে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সামনে এখন বড় প্রশ্ন মোবারক ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর দেশের দায়িত্ব কার হাতে যাবে। তাদের আশা, সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাবে না। ইতিহাসের পুনরাবৃতি দেখতে চান না কেউ।
এদিকে, শান্তিতে নোবেলজয়ী বিক্ষোভকারীদের নেতা আলবারাদি বলেন, নতুন সরকারে শুধুমাত্র একজন সেনাবাহিনীর সদস্য থাকতে পারবেন।
তিনি বলেন, ‘মোবারককে শাস্তি দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তিনি সম্মানের সঙ্গে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে তার দেশকে রক্ষা করবেন’।
এর আগে, মোবারক এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পদত্যাগ করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই আশঙ্কায় ক্ষমতা ছাড়ছেন না তিনি।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ডেভিড কার্কপ্যাট্রিকের প্রবন্ধ অবলম্বনে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১