ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের ভাইস প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা, দুই দেহরক্ষী নিহত: ফক্স নিউজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১
মিশরের ভাইস প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা, দুই দেহরক্ষী নিহত: ফক্স নিউজ

কায়রো: মিশরের ভাইস প্রেসিডেন্ট ওমর সোলেইমানকে ব্যর্থ হত্যাচেষ্টায় তার দুইজন দেহরক্ষী মারা গেছে। ফক্স নিউজ শুক্রবার এ তথ্য জানায়।



হোসনি মোবারকের বিরুদ্ধে জনবিক্ষোভ চলাকালে ওমর সোলাইমানের ওপর এই হামলা নতুন মাত্রা যোগ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। মিশরে চলমান বিক্ষোভ দমন করতে মোবারক সরকারের নতুন সদস্য হিসেবে সোলাইমানের নাম ঘোষণা করে।

ওবামা প্রশাসনের একজন উর্ধŸতন কর্মকর্তা এই হামলার কথা নিশ্চিত করে বলেন, সোলেইমানকে নিয়োগ দেওয়ার পরপরই ২৯ জানুয়ারি হামলাটি করা হয়েছে। সোলেইমানের শোভাযাত্রায় এটি একটি পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেন।

হোয়াইট হাউসের প্রেস সচিব রবার্ট গিবসকে এই হত্যাকা- সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এই প্রশ্নের ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। ’

এদিকে, মিশরে প্রেসিডেন্ট হোসনি মোবারককে পদত্যাগে বাধ্য করতে টানা ১২ দিন ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে বিগত কয়েকদিন সরকার বিরোধী এবং সমর্থকদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে। এ পর্যন্ত সহিসংতায় কয়েকশ নিহত এবং শত শত আহত হয়েছেন। এছাড়াও সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরাও এই হামলার শিকার হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।