ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বামীই তাকে ২০ বছর বন্দী রেখেছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১
স্বামীই তাকে ২০ বছর বন্দী রেখেছিল

সাও পাউলো: ব্রাজিলের পুলিশ মধ্যবয়সী (৪৫) এক নারীকে তার ২০ বছরের বন্দিজীবন থেকে শুক্রবার মুক্ত করে। এ সময় বাইরের জগতের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।

খবর এএফপির।

তার ষাট বছর বয়সি স্বামী তাকে পারানা রাজ্যের রাজধানী কুরিটিবা থেকে ৫৫০ কিলোমিটার দূরের মারিলুজ শহরে বন্দী করে রেখেছিল। পারানার পুলিশ এ কথা জানায়।

পুলিশের বিবৃতিতে জানা যায়, সমাজকর্মীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন ওই বাড়িতে পৌঁছায় তখন ওই বাড়ির দরজা বন্ধ ছিল। সমাজকর্মীরা জানতে পেরে পুলিশে খবর দেয়।

পুলিশ লেফটেন্যান্ট ওয়ালিংটন ভিয়ানা বলেন, ‘ওই নারী একজন মনোবিজ্ঞানীর কাছে বলেন, তাকে বহির্বিশ্বের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে দেওয়া হতো না এবং গৃহস্থলীর কাজ করতে বাধ্য করা হতো। ’

অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি ২০ বছর যাবৎ বন্দী ছিলেন এবং এ সময়ে তিনি নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার জন্য সবধরনের চিকিৎসা নিষিদ্ধ ছিল। ভিয়েনার কাছ থেকে এসব তথ্য জানা যায়।

এ ঘটনার সপ্তাহ খানিক আগে ব্রাজিলের সরকার আর একজন মানসিকভাবে অসুস্থ নারীকে মুক্ত করেন যাকে তার স্বামী আট বছর ধরে আটকে রেখেছিল।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।