ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে একজন নিহত: বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

শ্রীনগর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার সেনাবাহিনীর গুলিতে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ায় শনিবার সকাল থেকে বিক্ষুব্ধ জনগণ জম্মু ও কাশ্মীরের কুপবারা জেলায় বিক্ষোভ করছেন।

এদিকে, চোগাল গ্রামের বাসিন্দা মনজুর আহমেদ মাগরে (২৪) নিহতের ঘটনাকে দুর্ঘটনা উল্লেখ করে সেনা সূত্রে দুঃখপ্রকাশ করা হয়েছে।



শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে কাশ্মীরের উত্তরাঞ্চল থেকে ৭০ কিলোমিটার দূরে হেঁটে যাওয়ার সময় সেনাবাহিনীর ছোড়া গুলি লেগে মনজুর নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।