ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ওবামা: ঈশ্বর, মালিয়ার স্কার্টের ঝুল লম্বা করে দাও!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, ফেব্রুয়ারি ৫, ২০১১
ওবামা: ঈশ্বর, মালিয়ার স্কার্টের ঝুল লম্বা করে দাও!

যে বাবা-মার ১২ বছরের একটি মেয়ে সন্তান আছে, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, তাদের একই রকমের দুশ্চিন্তা থাকে। ঈশ্বরের উদ্দেশে প্রার্থনাও একটি।



শুক্রবার ওয়াশিংটনের ন্যাশনাল পার্কে আয়োজিত সকালের নাস্তার আগে মার্কিন প্রেসিডেন্ট ওবামার কণ্ঠেও শোনা গেছে একই প্রার্থনা। প্রার্থনায় ওবামা তার ভাগ্য নিয়ে অনেক কথা বলেন। তবে একটি কথা সবচেয়ে আকর্ষণীয়, ‘যখন আমি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করি তখন লোকজন জানতে চায়, আমি কী নিয়ে প্রার্থনা করি। আমি বলি, আর সবার মতোই আমার একটিই প্রার্থনা: ঈশ্বর আমাকে আমার অফিসের (হোয়াইট হাউস) চ্যালেঞ্জ মোকাবিলা করার ধৈর্য দাও। ’

‘তবে মাঝে মাঝে তা নির্দিষ্ট কিছু বিষয় নিয়েও হয়: ঈশ্বর, মালিয়া যখন প্রথম নাচ করতে যাবে তখন আমাকে তা দেখার ধৈর্য দাও, কারণ সেখানে অনেক ছেলেও থাকবে। আর ঈশ্বর মালিয়ার নাচার সময় ওর স্কার্টের ঝুল কি একটু বড় করে দেওয়া যায় না?’ ১২ বছর বয়সী মেয়ের চিন্তায় বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তিটিও কতটা অসহায়!

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।