ব্যাংকক: থাইল্যান্ড এবং কম্বোডিয়ার উত্তেজনা নিরসনে সীমান্তে গুলিবষর্ণ বন্ধে প্রতিবেশী দেশ দুটির মতৈক্য হয়েছে। শনিবার উভয় পক্ষের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
১১ শতকের একটি প্রচীন মন্দিরকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে ঘণ্টাব্যাপী গোলাগুলিতে শনিবার ভোরে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
থাই সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানর্সেন কাইউকুমনার্দ বার্তা সংস্থা এএফপিকে বলেন, থাইল্যান্ড এবং কম্বোডিয়া গুলি না করার এবং সীমান্তে সেনাবাহিনী না বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। কম্বোডি^য়ার সেনাবাহিনীর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১