ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তে গুলিবর্ষণ বন্ধে থাইল্যান্ড-কম্বোডিয়ার মতৈক্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

ব্যাংকক: থাইল্যান্ড এবং কম্বোডিয়ার উত্তেজনা নিরসনে সীমান্তে গুলিবষর্ণ বন্ধে প্রতিবেশী দেশ দুটির মতৈক্য হয়েছে। শনিবার উভয় পক্ষের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।



১১ শতকের একটি প্রচীন মন্দিরকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে ঘণ্টাব্যাপী গোলাগুলিতে শনিবার ভোরে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

থাই সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানর্সেন কাইউকুমনার্দ বার্তা সংস্থা এএফপিকে বলেন, থাইল্যান্ড এবং কম্বোডিয়া গুলি না করার এবং সীমান্তে সেনাবাহিনী না বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। কম্বোডি^য়ার সেনাবাহিনীর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।