কায়রো: মিশরে চলমান রাজনৈতিক সংকট দূর করতে প্রভাবশালী মুসলিম ব্রাদারহুড ও সরকার পক্ষের মধ্যে রোববার আলোচনা হচ্ছে। ব্রাদারহুডের এক নেতা এ তথ্য জানান।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমতা পরিবর্তনের চাপ আসায় মিশরের বিরোধীদল এবং সরকার পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা এ আলোচনায় নিচ্ছেন।
ব্রাদারহুডের ওই নেতা জানান, এই অলোচনায় ব্রাদারহুড এবং মিশরের নতুন ভাইস প্রেসিডেন্ট ওমর সোলেইমান অংশ নেবেন। সরকারের অভিযোগ, মোবারককে তিন দশকের ক্ষমতা থেকে সরে দাঁড়াতে মিশরে যে বিক্ষোভ শুরু হয়েছে তার সুবিধা নিচ্ছে এই ব্রাদারহুড।
তবে কবে নাগাদ আলোচনা করা হবে তার কোনো দিনক্ষণ এই কর্মকর্তা না জানালেও এটিই হবে সরকার এবং বিরোধীদলের মধ্যে প্রথম আলোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা এএফপিকে বলেন, ‘দেশ এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের কথা মনে রেখে আমরা এই আলোচনা শুরু করব। আমরা এমন সব বিষয় নিয়েই কথা বলব যাতে তারা জনগণের দাবি মানতে প্রস্তুত থাকে। ’
তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের বিষয়ে বিদেশি এবং আঞ্চলিক হস্তক্ষেপ কমানোর ব্যাপারেও আলোচনা করা হবে। ’
মিশরে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইলেও এই দলটিকে (ব্রাদারহুড) মিশরে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপরেও ব্রাদারহুড তার বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে দেশটিতে বেশ সংঘবদ্ধ অবস্থায় আছে।
মিশরে ২৫ জানুয়ারি থেকে ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়েছে। কিন্তু ক্ষমতা ধরে রাখার জন্য প্রবীণ এই রাষ্ট্রনেতা একের পর এক কৌশল নিচ্ছেন। কয়েকদিন আগে তিনি বলেন, সেপ্টেম্বরের নির্বাচনে তিনি অংশ না নিলেও ক্ষমতা ছাড়ছেন না এখনই।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১