মুম্বাই: ভারতের নৌবাহিনী এবং কোস্টগার্ডের যৌথ অভিযানে রোববার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চল থেকে জলদস্যু সন্দেহে ৫০ জনেরও বেশি লোকসহ ‘মূলজাহাজ’ (মাদারশিপ) আটক করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এর আগে জলদস্যুদের সঙ্গে নৌবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাপ্টেন এম নাম্বিয়ার এএফপিকে বলেন, ‘সেখানে ৫২ জনের মতো লোককে আটক করা হয়েছে। তবে তিনি সন্দেহভাজন জলদস্যু এবং উদ্ধার করা জিম্মিদের সঠিক সংখ্যা, এমনকি তাদের জাতীয়তা সম্পর্কেও জানাতে পারেন নি।
এই মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিতে আরও জানানো হয়, তাদের সবাইকে থাইল্যান্ডের একটি মাছধরা ট্রলার থেকে উদ্ধার করা হয়। এই ট্রলারটি ছয়মাস আগে সোমালিয়ার উপকূল থেকে ছিনতাই হয়েছিল যা বিভিন্ন জাহাজে হামলার জন্য ভাসমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা হত।
মুম্বাই পুলিশ বলছে, আটককৃত সবাই শহরে পৌঁছালে তাদের স্বাক্ষ্য নেয়া হবে।
উত্তর-পশ্চিম ভারতের কেরালা রাজ্যের কাভারত্তি থেকে ১০০ নটিক্যাল মাইল পশ্চিমে গ্রীসের পতাকাবাহী একটি জাহাজ থেকে নাবিকরা হামলার কথা জানালে এই জলদস্যুদের ধরার জন্য নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যদের পাঠানো হয়।
এর আগে একই জায়গা থেকে ২৮ জানুয়ারি ১৫ জনকে জলদস্যু সন্দেহে আটক করা হয়। এর মধ্যে ১২ জন সোমালিয়ার, দুইজন ইথিওপিয়ার এবং একজন কেনিয়ার নাগরিক।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১