নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের উচ্চপর্যায়ের কূটনীতিকরা রোববার ভুটানে সাক্ষাৎ করতে যাচ্ছেন। গত বছরের জুলাইয়ের পর এটিই হবে প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
ভারতের পররাষ্ট্র সচিব নিরূপমা রাও এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির ভুটানের রাজধানী থিম্পুতে চলমান সার্কের আলোচনায় অংশ নিয়েছেন। এর পাশাপাশি দুই দেশের সচিব বৈঠকে বসবেন।
এদিকে, ২০০৮-এর নভেম্বরে মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হলে ভারত-পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত হয়ে যায়। এরপর গত বছর দেশ দুটি পুনরায় আনুষ্ঠানিক আলোচনা শুরু করে। গত বছর জুলাইয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ইসলামাবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে আলোচনা করেন।
রাওয়ের উদ্বৃতি দিয়ে পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) জানায়, ‘যদি আমরা আমাদের দুই দেশের মধ্যে বর্তমান সমস্যাগুলো সমাধান করতে চাই তাহলে ভারত এবং পাকিস্তানের সঙ্গে আলোচনা করা জরুরি। আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে । তাই আমরা এই আলোচনায় খোলা এবং গঠনমূলক মানসিকতা নিয়ে এগুচ্ছি। ’
পাকিস্তানের পররাষ্ট্র সচিব বশিরের বরাত দিয়ে পিটিআই আরও জানায়, রোববারের এই আলোচনায় দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরও একটি আলোচনার অগ্রগতি বিষয়ে আলোকপাত করা হবে। তিনি বলেন, ‘আশা করছি আমাদের অঙ্গীকার পূরণ করতে আমরা কাজ চালিয়ে যেতে পারব। ’
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১