কায়রো: মিশরের চলমান সংকট মোকাবেলায় দেশটির ভাইস প্রেসিডেন্ট ওমর সোলাইমান মুসলিম ব্রাদারহুডসহ বিরোধীদের সঙ্গে রোববার আলোচনা শুরু করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা এ তথ্য জানায়।
মেনা আরও জানায়, এই আলোচনায় মুসলিম ব্রাদারহুড, উদারনীতিক ওয়াফদ পার্টি এবং বামঘেঁষা তাগাম্মু দলগুলো ছাড়াও সরকার বিরোধি আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন, স্বাধীন রাজনৈতিক কর্মী এবং ব্যবসায়ীরাও থাকছে।
এদিকে ব্রাদারহুড মিশরের সবচেয়ে বড় এবং সংগঠিত বিরোধী দল। প্রেসিডেন্ট হোসনি মোবারকের সরকারের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত এই দলটির আলোচনা নতুন এক মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। মেনা আরও জানায়, ‘ আলোচনা শুরুর আগে সবাই চলতি বিক্ষোভে নিহতদের স্মরণ এক মিনিট নিরবতা পালন করে। ’
উল্লেখ্য, ৩০ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করতে মিশরে ১৩ দিন ধরে বিক্ষোভ চলছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী এই বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে এই আলোচনাকে সতর্কভাবে স্বাগত জানিয়েছেন। এই আলোচনার অগ্রগতি বিষয়ে তিনি বলেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন। ’
তিনি জার্মানি থেকে ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) বলেন, ‘ আজ আমরা দেখেছি যে মুসলিম ব্রাদারহুড আলোচনায় অংশ নিচ্ছে। তাদের এই অংশগ্রহণকে আমরা উৎসাহ দিতে পারি। এখন আমরা এর অগ্রগতি নিয়ে পর্যবেক্ষণ করব। অবশ্য আমরা আমাদের প্রত্যাশার বিষয়ে পরিস্কার। ’
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১