ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে কঠোর নিরাপত্তায় নির্বাচন চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
ইরাকে কঠোর নিরাপত্তায় নির্বাচন চলছে

ঢাকা: কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইরাকের জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৬টা পর্যন্ত।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, তিন বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করার পর এই প্রথম দেশটিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ক্ষমতাসীন নেতা নূরি আল মালিকি তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেছেন।

দেশব্যাপী ৫০ হাজার ভোটকেন্দ্রে দুই কোটি ২০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবর পাওয়া গেছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশটির বিমানবন্দর ও প্রধান প্রধান সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, নিরাপত্তা নির্বিঘ্নে রাজধানী বাগদাদে সেনাবাহিনীর হেলিকপ্টার টহল দেখা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।