ঢাকা: ভারতের চেন্নাই রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে জোড়া বিস্ফোরণে ২২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত নয় জন যাত্রী।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে বেঙ্গালোর-গৌহাটি এক্সপ্রেস ট্রেনটি ১০ মিনিটের যাত্রাবিরতি দিতে স্টেশনের নয় নম্বর প্লাটফর্মে পৌঁছালে এ বিস্ফোরণ ঘটে।
রেলওয়ে স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আর কে মিশ্র জানিয়েছেন, দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ততটা জোরালো আঘাত ছিল না।
তিনি জানান, ট্রেনের এস৪ ও এস৫ কোচের মধ্যখানে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে সিটে বসে থাকা স্বাতী নামে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া, কেউ বিস্ফোরণ ঘটিয়েছে নাকি, ট্রেনের কোনো যন্ত্র বিস্ফোরিত হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। জানা যায়নি বিস্ফোরণের প্রকৃত ধরনও।
ঘটনাস্থলে জাতীয় তদন্ত সংস্থার একটি দল (এনআইএ) পৌঁছেছে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ০১, ২০১৪