ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে দু’দফা জঙ্গি হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ২, ২০১৪
আসামে দু’দফা জঙ্গি হামলায় নিহত ১১ সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দুই দফায় জঙ্গি হামলায় তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে নবজাতকসহ আরও অন্তত তিন জন।



পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, শুক্রবার সকালে এনডিএফবি-সংবিজিৎ জঙ্গি বাহিনীর ২০-২৫ সদস্যের একটি দল একে-৪৭ সহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে রাজ্যের কোকরাঝাড় জেলার বালাপারা-১ গ্রামের তিনটি বাড়িতে হামলা চালায়। জঙ্গিদের নির্বিচার গুলিতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়।

রাজ্য পুলিশের মহাপরিদর্শক এল আর বিষ্ণয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, জঙ্গিদের গুলিতে নিহত সাতজনের মধ্যে দুই শিশু ও চার নারীই ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। এছাড়া, পরে তিন বছর বয়সী আরও একটি শিশুর লাশ শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী বাকসা জেলায় হামলা চালিয়ে তিনজনকে হত্যার পর দ্বিতীয় দফায় এ হামলা চালালো জঙ্গিরা।

এর আগে, গত রাতে পার্শ্ববর্তী বাকসা জেলায় ঠিক একই বাহিনীর হামলায় একই পরিবারের দুই নারীসহ তিনজন নিহত হন। আহত হয় এক নবজাতকও।

ভারতের ১৬তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচন চলাকালে ঠিক কী কারণে এ জঙ্গি হামলা চালানো হয়েছে এ ব্যাপারে কিছু জানাতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।