ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে আহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ২, ২০১৪
দক্ষিণ কোরিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে আহত ৭৮

ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দু’টি পাতাল ট্রেনের সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।



দেশটির জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে রাজধানী সিউলের সংগ্বাংসিমনি স্টেশনে দু’টি ট্রেনের সংঘর্ষ হলে এ আহত হওয়ার ঘটনা ঘটে।

তবে, সবাই সামান্য আহত হয়েছে বলে দাবি করছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। অবশ্য, দেশটির টেলিভিশন চ্যানেল ‘ওয়ান টিভি’ দাবি করেছে, দুর্ঘটনায় ১৭০ জন আহত হয়েছে।

শুক্রবারের এ দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও মনে করা হচ্ছে, রাজধানীর পূর্বাঞ্চলে সংগ্বাংসিমনি স্টেশনে যাত্রাবিরতি দিলে একটি ট্রেনকে পেছন দিক থেকে আসা অপর একটি ট্রেন ধাক্কা দেয়। এতে পেছনের কয়েকটি বগির যাত্রীরা আহত হন। হুড়োহুড়ি করতে গিয়ে ‍আহত হন আরও বেশ কিছু যাত্রী।

কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ফেরিডুবির শোকের ক্ষত কাটিয়ে না উঠতেই এ ধরনের দুর্ঘটনার খবর দেশটির জন্য দুঃসংবাদই বটে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।