ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় হামলায় ১১ শিশুসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মে ২, ২০১৪
সিরিয়ায় হামলায় ১১ শিশুসহ নিহত ১৮

ঢাকা: সিরিয়ার হামা প্রদেশের জিবরন ও আল-হুমাইরি শহরে পর পর দু’টি আত্মঘাতী বোমা হামলায় ১১ জন শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, সরকার নিয়ন্ত্রিত হোম শহরে গত কয়েকদিন আগে বেশ কিছু লোক নিহত ও আহত হওয়ার পর হামলাকারীরা শুক্রবার নতুন করে আবার এ হামলা চালিয়েছে।



কেউ এ হামলার কথা স্বীকার না করলেও আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ দিকে মানবাধিকার সংগঠনগুলো এসব হামলার জন্য প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও বিদ্রোহীদের পারস্পরিক ক্ষমতার দ্বন্দ্বকে জন্য দায়ী করেছেন।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে বাসার আল আসাদের পদত্যাগের দাবিতে গণআন্দোলন শুরু হলে হামা শহরের নিয়ন্ত্রণ নেয় বাসার বাহিনী। সেই থেকে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে শহরটি। ব্যাপক নিরাপত্তার মধ্যেও শুক্রবার নতুন করে বোমা হামলার এ ঘটনা ঘটল।

এর আগে বৃহস্পতিবার দেশটির হালাক শহরে বিমান হামলায় ৩৩ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।