ঢাকা: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাকশান প্রদেশে ভূমিধসে অন্তত দুই হাজারেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার রাতে এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, প্রদেশের আব খোশক গ্রামে পাহাড় ধসে প্রায় দুইশ’ বাড়িঘর চাপা পড়ে। এতে ওই গ্রামের দুই হাজারেরও বেশি মানুষ মাটিতে চাপা পড়ে আছে।
প্রদেশের পুলিশ প্রধান ফজলুদ্দিন আয়ার জানান, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টার দিকে এ ভূমিধ্বসের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আইয়ুব সালাঙ্গীর উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, সম্প্রতি দেশজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পর এ দুর্ঘটনা ঘটেছে।
তবে ভূমিধসে নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে খ্যাতনামা সংবাদ মাধ্যমগুলোর খবরে।
প্রথমে আফগান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ব্রেকিং নিউজে জানায়, বাদাকশানে ভূমিধসে অন্তত ২৭০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
তবে, কিছুক্ষণ পরই বাদাকশান প্রদেশের গভর্নরের উদ্ধৃতি দিয়ে প্রাণহানি আশঙ্কার সংখ্যা ‘কয়েকশ’ বলে উল্লেখ করে সিএনএন।
সিএনএন‘র উদ্ধৃতি দিয়ে ২৭০০ জনের প্রাণহানির আশঙ্কার কথা জানায় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াও।
অপরদিকে বার্তা সংস্থা এপি ও ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ভূমিধসে দুই সহস্রাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
বাদাকশানের একটি গ্রামে ভূমিধসে ‘কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্সও।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ০২, ২০১৪