ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ফের হামলা চালিয়েছে জঙ্গিরা। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে দুই দফায় হামলার পর শুক্রবার বিকেলে ফের হামলা চালায় এনডিএফবি-সংবিজিৎ জঙ্গি বাহিনী।
পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার রাতের পর শুক্রবার বিকেলেও আরেক দফায় আসামের বাকসা জেলার একটি গ্রামে ভারি অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে জঙ্গিরা।
২৪ ঘণ্টার মধ্যে তৃতীয় দফায় হামলা চালানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী তলব করা হয়েছে।
এর আগে, শুক্রবার সকালে এনডিএফবি-সংবিজিৎ জঙ্গি বাহিনীর ২০-২৫ সদস্যের একটি দল একে-৪৭ সহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে রাজ্যের কোকরাঝাড় জেলার বালাপারা-১ গ্রামের তিনটি বাড়িতে হামলা চালায়। জঙ্গিদের নির্বিচার গুলিতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়।
রাজ্য পুলিশের মহাপরিদর্শক এল আর বিষ্ণয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, কোকরাঝাড়ে জঙ্গিদের গুলিতে নিহত সাতজনের মধ্যে দুই শিশু ও চার নারীই ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। এছাড়া, পরে তিন বছর বয়সী আরও একটি শিশুর লাশ শনাক্ত করা হয়।
তার আগে, বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী বাকসা জেলায় ঠিক একই বাহিনীর হামলায় একই পরিবারের দুই নারীসহ তিনজন নিহত হন। আহত হয় এক নবজাতকও।
এল আর বিষ্ণয় জানান, বোড়ো উপজাতি নিয়ন্ত্রিত এনডিএফবি বাহিনীর মুখোশধারী জঙ্গিরা এ হামলা চালিয়েছে। জঙ্গিদের অভিযোগ, প্রতিবেশী দেশ থেকে এসে আসামে অবৈধভাবে বসবাস করছে সংখ্যালঘুরা।
একটি সংখ্যালঘু সংগঠনের নেতা লাফিকুল ইসলাম আহমেদ অভিযোগ করেন, নির্বাচনে বোড়ো সম্প্রদায়ের প্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে।
২০১২ সালে বোড়ো উপজাতি ও সংখ্যালঘুদের মধ্যে সংঘর্ষে বাকসা জেলায় প্রায় একশ’ জন নিহত হয়।
বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, মে ০২, ২০১৪