ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্লোভিয়ানস্কে ইউক্রেনের অভিযান, ‘বহু হতাহত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, মে ২, ২০১৪
স্লোভিয়ানস্কে ইউক্রেনের অভিযান, ‘বহু হতাহত’

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর স্লোভিয়ানস্কে সরকারি বাহিনীর অভিযানে ‘বহু রুশপন্থি বিদ্রোহী নিহত, আহত ও গ্রেফতার হয়েছে’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুর্চিনভ। তবে, বিদ্রোহীনিয়ন্ত্রিত অঞ্চলে প্রত্যাশা অনুযায়ী খুব শিগগির অভিযান শেষ হচ্ছে না বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।



শুক্রবার রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধাবস্থা সৃষ্টির প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে রাশিয়া।

মস্কো ‍অভিযোগ করেছে, ইউক্রেন সরকার নিজ দেশের জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করছে।

এর আগে, দেশের উত্তরাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান শুরু করে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ভোর সাড়ে ৪টায় অভিযান শুরুর পর রুশপন্থি বিদ্রোহীদের মিসাইল হামলায় একটি হেলিকপ্টারের পাইলট নিহত ও আরও কয়েক ব্যক্তি আহত হন। এছাড়া, দু’টি হেলিকপ্টার ভূপাতিত করা হয়। আটক করা হয় এক পাইলটকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ দাবি করেন, অভিযান চলাকালে ইউক্রেনীয় একটি হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। তবে, ইতোমধ্যে বিদ্রোহীনিয়ন্ত্রিত নয়টি তল্লাশি চৌকি দখলে নিয়েছে সরকারি বাহিনী।

যদিও স্লোভিয়ানস্কের তিনটি বিদ্রোহীনিয়ন্ত্রিত তল্লাশি কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়, তল্লাশি চৌকিগুলো এখনও রুশপন্থিদের নিয়ন্ত্রণে রয়েছে।

স্লোভিয়ানস্ক শহরটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শহরটির নিয়ন্ত্রণ পুরোপুরিভাবেই রুশপন্থিদের হাতে চলে যাচ্ছে।

এদিকে, স্লোভিয়ানস্কের উপকণ্ঠে গুলি, বিস্ফোরণ ও হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়ার খবর জানিয়েছেন সেখানে দায়িত্বরত সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা।
 
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাভাকভ দাবি করেন, সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করতে স্লোভিয়ানস্ক-ক্রামাতোরস্ক অঞ্চলে অভিযানে নেতৃত্ব দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বাহিনী।

অবশ্য ‘সন্ত্রাসী’রা ভারি অস্ত্রশস্ত্র নিয়ে ইউক্রেনীয় বিশেষ বাহিনীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়েছে বলে স্বীকার করেন তিনি।

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যে কোনো ধরনের বাড়াবাড়ি এখানকার পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলবে।

তবে, স্লোভিয়ানস্কসহ পূর্বাঞ্চলে অস্থিতিশীলতার জন্য মস্কোকে দায়ী করে কিয়েভ বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইউক্রেন।

শুক্রবার সকালে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিয়ে বার্তা সংস্থা বিবিসির স্থানীয় প্রতিনিধি সারাহ রেইনসফোর্ড জানান, মূলত স্লোভিয়ানস্কের সীমান্তবর্তী অঞ্চলে দু’পক্ষের লড়াই হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, মে ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।