ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২,১০০!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, মে ৩, ২০১৪
আফগানিস্তানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২,১০০!

ঢাকা: আফগানিস্তানের উত্তর-প‍ূর্বাঞ্চলীয় বাদাকশান প্রদেশে পার্বত্য এলাকার প্রত্যন্ত গ্রামে ভূমিধসে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৩শ' পরিবারের অন্ততপক্ষে ২,১০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টারস এ দাবি করেছে।



এ ঘটনায় অন্তত চার হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্থের শিকার। এর মধ্যে মৃতের সংখ্যা প্রায় তিন হাজার ছাড়িয়ে যেতে পারেও বলে দাবি সংবাদ মাধ্যমটির।

গ্রামবাসী এবং কিছু সংখ্যক পুলিশ এ উদ্ধার কাজ চালাচ্ছে। যা প্রকৃতপক্ষে অপ্রতুল বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যামগুলো। উদ্ধার তৎপরতায় গতির অভাবেই মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

ভূমিধসের কারণ হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে মূলত ভারী বর্ষণের ফলেই অঞ্চলটির একটি বড় পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এতে শত শত বাড়ি-ঘর মাটি পাথরের নিচে চাপা পড়েছে।

শনিবার পাথর চাপা পড়া অবস্থায় ৩৫০টি মৃতদেহ উদ্ধার করে দেশটির উদ্ধারকারি একটি দল। উদ্ধারকর্মীরা দাবি করছেন ঘটনাস্থল থেকে এখনও তারা জীবিতদের উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘ মিশন শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ) মাটির নিচে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে।

ইতোমধ্যে আফগানিস্তানে এই ভূসিধসের ঘটনা বিশ্ব গণমাধ্যমকে নাড়া দিয়ে গেছে। যদি ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া বাকিদের উদ্ধার করা না যায় তা হলে মৃতের সংখ্যার দিক দিয়ে এই আফগান ট্রাজেডি হবে সময়ের সবচেয়ে বড় নির্মমতম।

আফগানিস্তানে ভূমিধসে ৩৫০ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ এখনও ২ হাজার

** আফগানিস্তানে ভূমিধসে ৩৫০ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ এখনও ২ হাজার
** আফগানিস্তানে ভূমিধসে ‘দুই সহস্রাধিক প্রাণহানির’ আশঙ্কা

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।