ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে মুরসির ১০৪ সমর্থকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, মে ৩, ২০১৪
মিশরে মুরসির ১০৪ সমর্থকের কারাদণ্ড

ঢাকা: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১০২ সমর্থককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একইসঙ্গে আরও দু’জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।



সহিংসতায় জড়িত থাকার দায়ে শনিবার আদালত এ রায় দেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো।

রাষ্ট্রদ্রোহ মামলায় গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিন্যায় মুসলিম ব্রাদারহুড প্রধান মোহাম্মদ বাদিইসহ ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। একইসঙ্গে পৃথক মামলায় গত মার্চে ৫২৯ জনকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনার শুনানির পর ৩৭ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকি ৪৯২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

গত বছরের জুলাইয়ে সেনাঅভ্যুত্থানে ব্রাদারহুডসমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর ১৪ আগস্ট কায়রোতে বিক্ষোভ চলাকালে হাজারোধিক প্রাণহানির ঘটনায় দায়ের করা কয়েকটি মামলায় তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।