ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের সুফিরা চান, ক্ষমতা ছেড়ে দেশে থাকুন মুবারক

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
মিশরের সুফিরা চান, ক্ষমতা ছেড়ে দেশে থাকুন মুবারক

কলকাতা: মিশরের সরকার বিরোধী গণবিক্ষোভ যখন প্রতিদিন সংবাদপত্রের প্রথম পাতার খবর ঠিক সেই সময় কলকাতায় আন্তর্জাতিক সুফি সম্মেলনে আগত মিশরীয় সুফিরা চাইছেন তাদের দেশে গণতন্ত্র ফিরে আসুক।

কলকাতায় বাংলানাটক ডটকমের উদ্যোগে আয়োজিত ‘সুফি সুত্র’ অনুষ্ঠানে কায়রো থেকে এসেছেন ‘মৌলভিয়া’দলের প্রধান আমের রফাত টোনি মুহম্মদ গতকাল বাংলানিউজকে বলেন, আমরা চাই গণতন্ত্র।

প্রেসিডেন্ট মুবারক ক্ষমতা ছেড়ে দিন, কিন্তু পাশাপাশি চাই তিনি দেশেই থাকুন। তিনিও তো দেশকে ভালবাসেন। ’

এদিন তিনি বলেন, তিনি সরে গেলেই, দেশে পরিবর্তন আসবে।

সত্যিই কি পরিবর্তন আসবে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, হয়তো বলা যায় না। কারণ আমরা তো জানি মিশরকে সমর্থন করে যুক্তরাষ্ট্র, ইজরায়েলের মতো দেশ। আমাদের দেশে গণতন্ত্র নেই। আমাদের হাতে টাকা নেই। যত আয় করি তার থেকে বেশী সরকারকে কর দিতে হয়। কোনো চাকরি নেই। তাই মুবারককে যেতে হবেই।

আর মুসলিম ব্রাদারহুডের মতো কট্টরপন্থীরা যদি ক্ষমতায় আসে? আমাদের কথা আমরা বলবই। কে এলো তা নিয়ে চিন্তা করি না। এখন দরকার কাজ- বললেন আমের রফাত টোনি মুহম্মদ ।

বাংলাদেশ সময় ১১০০ ঘন্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।