ঢাকা: ক্যারিবীয় সাগরের দেশ হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন।
দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার দেশটির জেরেমি শহরের উপকূলীয় শহর রোসিউ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে এ ব্যাপারটি এখনও পরিষ্কার নয়।
জেরেমি শহরের মেয়র রোনাল্ড এটিনে সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপের দূর পশ্চিমের ডি’অ্যান্স ডি’হ্যাইনল্ট শহরের বাসিন্দা।
প্রাকৃতিক দুর্যোগপীড়িত হাইতিতে ভূমিকম্প-ঝড়-জলোচ্ছ্বাস লেগেই থাকে। অনুন্নত রাষ্ট্র হওয়ায় দেশটির যোগাযোগ ব্যবস্থা এমননিতেই নাজুক। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্প দেশটির যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি ভঙ্গুর করে দেয়।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মে ০৪, ২০১৪