ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিরতরে বদলে গেছে মিশর: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
চিরতরে বদলে গেছে মিশর: ওবামা

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার মিশরে একটি ‘প্রতিনিধিত্বমূলক সরকার’ গঠনের আহ্বান জানিয়ে বলেছেন, হোসনি মোবারক কবে পদত্যাগ করবেন তা না ভেবেই বলা যায় এরইমধ্যে দেশটি চিরতরে জন্য বদলে গেছে। খবর এএফপির।



ওবামা ফক্স টিভিকে বলেন, ‘মিশরের মানুষ স্বাধীনতা চায়, অবাধ, সুষ্ঠু নির্বাচন চায়। তারা চায় একটি প্রতিনিধিত্বমূলক, দায়িত্বশীল সরকার। আমরা বলেছি, এই পরিবর্তন এখনই শুরু হতে হবে। ’

মোবারক কখন ক্ষমতা ছাড়ছেন তা জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি কি করবেন তা শুধুমাত্র তিনিই জানেন। তবে আমরা জানি মিশর আর পেছন ফিরে দেখছে না। ’

তিনি আরও বলেন, ‘তিনি (মোবারক) সামনের নির্বাচনে আর অংশ নেবেন না। এ বছরই তার মেয়াদ শেষ। ’

এদিকে, মোবারকের প্রতিপক্ষরা রোববার সরকার দলের সঙ্গে একটি আলোচনায় অংশ নেন। এতে তারা অনেক দাবি তুলে ধরেন, যার মধ্যে ছিল রাজনৈতিক সংস্কার এবং প্রেসিডেন্টের এখন বা সেপ্টেম্বরে নির্বাচনের পর পদত্যাগ।
 
ভাইস প্রেসিডেন্ট সুলেইমানের সঙ্গে এই আলোচনায় দেশটির নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডও ছিল। তবে গত দুই সপ্তাহ ধরে চলমান আন্দেলন থামাতে এই আলোচনা তাৎক্ষণিক কোনো সমাধান আসে নি। বিক্ষোভের কেন্দ্রবিন্দু তাহরির স্কয়ারে এখনও হাজার হাজার বিক্ষোভকারী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।