ঢাকা: সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনে তৃতীয় ফ্রন্টকে সমর্থনের সম্ভাবনাকে নাকচ করলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।
শনিবার উত্তর প্রদেশের আমেথিতে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল গান্ধী আরও বলেন, কংগ্রেস সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পাবে এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
তিনি বলেন, ‘আমরা কোনো ফ্রন্টকে সমর্থন করবো না। প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।
দিল্লির মসনদে বিজেপিকে রুখতে কংগ্রেসকে বিকল্প স্যেকুলার ফ্রন্টকে সমর্থন দিতে হবে, ভারতের সবচেয়ে প্রভাবশালী বামপন্থি রাজনৈতিক দল সিপিএম সম্পাদকের এমন মন্তব্যের জবাবে রাহুল গান্ধী তার অবস্থান পরিষ্কার করলেন।
সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেছিলেন, ‘ফলাফল এমন হতে পারে, একটি স্যেকুলার বিকল্প সরকারকে সমর্থন দিতে বাধ্য হবে কংগ্রেস। ’
তিনি আরও বলেন,‘যদি কংগ্রেস কেন্দ্রে বিজেপির সরকার না চায়,তবে স্যেকুলার সরকার গঠনের জন্য তৃতীয় ফ্রন্টকে তাদের সমর্থন দিতে হবে।
এছাড়া যে সব রাজ্যে কংগ্রেস ও বিজেপি মুখোমুখি সেখানে চলমান কংগ্রেস বিরোধী হাওয়া বিজেপিকে সাহায্য করবে বলেও উল্লেখ করেন তিনি।
তবে দেশ জুড়ে ‘মোদী জোয়ার’ বয়ে যাওয়ার ধারণাকে নাকচ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৪