ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে সংঘর্ষে জাহাজ ডুবি, নিখোঁজ ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ৫, ২০১৪
হংকংয়ে সংঘর্ষে জাহাজ ডুবি, নিখোঁজ ১২ ছবি: সংগৃহীত

ঢাকা: হংকংয়ের কাছে একটি কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে চীনের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে কার্গো জাহাজটির ১২ জন নাবিক নিখোঁজ রয়েছেন।



সোমবার খুব ভোরে পো টোই দ্বীপের কাছে সংঘর্ষ হলে কার্গোজাহাজটি ডুবে যায়।

পুলিশের এক কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, একজন পুরুষ নাবিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বার্তা সংস্থাকে জানান, কার্গো জাহাজটি চীনের মূল ভূখণ্ড থেকে আসছিল। পো টোই দ্বীপের কাছে পৌঁছালে কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ১২ জন নাবিক নিখোঁজ হন।

তিনি জানান, পো টোই দ্বীপের পাঁচ কিলোমিটার দূরে এ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এটি হংকংয়ের ঠিক বহির্গমন এলাকা।

এদিকে, বার্তা সংস্থাটি জানায়, হংকংয়ের এই জলসীমায় শত শত জাহাজ, কন্টেইনারবাহী জাহাজ এবং সাম্পান চলাচল করে থাকে।

এর আগে ২০‌১২ সালে একটি দ্রুতগামী ফেরি ও প্রমোদতরীর সংঘর্ষে ৩৯ জনের সলিল সমাধি ঘটে এবং ৪০ বছরের মধ্যে এখানে এ ধরনের দুর্ঘটনা আর কখনো ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।