ঢাকা: সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক বলছে তাদের ১২৮ কোটি ব্যবহারকারীর মধ্যে ১০ কোটি অ্যাকাউন্ট ফেইক বা ভুয়া। ভারত বা তুরস্কের মতো উন্নয়নশীল বাজারগুলোতে এই ভুয়া অ্যাকাউন্টের হার সবচেয়ে বেশি।
এছাড়া ৫০ লক্ষ থেকে দেড় কোটির মতো বিশ্বব্যাপী ‘অনাকাঙ্ক্ষিত’ অ্যাকাউন্ট রয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি তাদের প্রথম প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
ফেসবুক জানায়, প্রত্যেকের এক বা একাধিক অ্যাকাউন্ট রয়েছে যা আমাদের নীতিমালার বিরোধী। ২০১৩ সাল পর্যন্ত প্রতিমাসে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর হিসাবে ফেসবুকে গড়ে ৪ দশমিক ৩ থেকে ৭ দশমিক ৯ ভাগ পর্যন্ত ভুয়া অ্যাকাউন্ট রয়েছে।
ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিত করতে ফেসবুক কর্তৃপক্ষ কাজ করছে বলে কোম্পানিটি জানায়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৫, ২০১৪