ওয়াশিংটন: বিখ্যাত মার্কিন ইন্টারনেট সেবাদানকারী ও গণমাধ্যম প্রতিষ্ঠান এওএল (আমেরিকা অনলাইন) জনপ্রিয় অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট কিনতে যাচ্ছে। এওএল সোমবার ঘোষণা করেছে, সাড়ে ৩১ কোটি মার্কিন ডলারের বিনিময়ে অনলাইন পত্রিকাটি তারা কিনে নিচ্ছে বলে দুই পক্ষই সম্মত হয়েছে।
এ সংক্রান্ত প্রস্তাবিত চুক্তিটি সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা পত্রিকাটির প্রতিমাসে অনলাইন পাঠক সংখ্যা প্রায় আড়াই কোটি।
হাফিংটন পোস্টের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এডিটর-ইন-চিফ আরিয়ান্না হাফিংটনের নামানুসারেই পত্রিকাটির নাম রাখা হয়েছিল। তিনিই হাফিংটন পোস্ট মিডিয়া গ্রুপের প্রেসিডেন্ট এবং এডিটর-ইন-চিফের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
এওএলের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান টিম আর্মস্ট্রং বলেন, হাফিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের ভবিষৎ প্রজন্মের গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই পত্রিকার মাধ্যমে বিশ্বের সব জায়গায় সংবাদ পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন ।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা,ফেব্রয়ারি ০৭, ২০১১