ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরো ৮ মেয়েকে অপহরণ করলো বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মে ৭, ২০১৪
আরো ৮ মেয়েকে অপহরণ করলো বোকো হারাম

ঢাকা: যখন মার্কিন যুক্তরাষ্ট্র দুই শতাধিক অপহৃত কিশোরীকে উদ্ধারে সহযোগিতার আশ্বাস দিলো, ঠিক তখনই নাইজেরিয়া থেকে আরো আট কিশোরীকে অপহরণ করলো ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নাইজেরিয়ায় অপহৃত দুই শতাধিক কিশোরীকে উদ্ধারের বিষয়ে এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, আমরা তাদের (অপহৃতদের) সহযোগিতার জন্য সব কিছুই করবো।



তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়সহ নাইজেরিয়ায় অপহৃত কিশোরীদের উদ্ধারে আমাদের সব কিছুই করা উচিত।

এদিকে, সোমবার এক ভিডিও বার্তায় ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম নেতা আবু বকর সেকাউ বলেন, ১৪ এপ্রিল মাধ্যমিক বিদ্যালয় থেকে অপহৃত কিশোরীদের বাজারে বিক্রি করে দেওয়া হবে।

ইসলামী জঙ্গী গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ায় ইসলামী রাষ্ট্র গঠনে লড়াই করে যাচ্ছে। বর্তমানে তারা নাইজেরিয়ার উত্তর-পূর্বাংশে সহিংসতা চালিয়ে যাচ্ছে।

এর আগে ১৪ এপ্রিল বোকো হারাম নাইজেরিয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে দুইশ ৭৬ জন কিশোরীকে অপহরণ করে। পরে সংস্থাটির প্রধান জানায়, এসব কিশোরীদের বাজারে বিক্রি করে দেওয়া হবে।

এরই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার ঘোষণা দেন, এই সব অপহৃত কিশোরীদের উদ্ধারে নাইজেরিয়াকে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকারী নাইজেরীয়রা সে দেশের নাইজেরিয়া দূতাবাসের সামনে কিশোরীদের অপহরণের প্রতিবাদে স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।