ঢাকা: ফিলিপাইনের সমুদ্রসীমায় চীনের ১১ জেলে অপহৃত হয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে।
বুধবার বার্তা সংস্থাটি জানায়, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ‘কুইঙ্গকোইনঘাই-০৯০৬৩’ নামে ওই মাছ ধরার জাহাজটি ফিলিপাইনের অদূরে হাফ মুন শোয়াল এলাকায় মাছ ধরছিল।
সে সময় মঙ্গলবার সকালে একদল সশস্ত্র ব্যক্তি তাদের সতর্ক করতে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। এরপর বুধবার সকাল থেকে ওই মাছ ধরার জাহাজটির সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
এ সময় চীনের আরো একটি মাছ ধরার জাহাজ ওই এলাকায় অবস্থান করছিল।
বার্তাসংস্থাটি জানায়, সমুদ্রের ওই বিতর্কিত এলাকাটি সম্পদপূর্ণ হওয়ায় চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইন নিজেদের বলে দাবি করে থাকে। এতে করে ওই এলাকায় মাছ ধরাও ঝুঁকিপূর্ণ।
এ ঘটনার পর চীনের দক্ষিণ দ্বীপ প্রদেশ হ্যায়নানের ফিশিং পোর্ট মনিটরিং সেন্টারের এক কর্মকর্তা বার্তাসংস্থা জিনহুয়ার খবরের সত্যতা নিশ্চিত করলেও অপহৃত জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেননি।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ০৭, ২০১৪