ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরীয় ছাত্রীদের উদ্ধারে সহযোগিতার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ৭, ২০১৪
নাইজেরীয় ছাত্রীদের উদ্ধারে সহযোগিতার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়‍ার অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধারে দেশটির সরকারকে সহযোগিতা করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

বুধবার পেন্টাগনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।



তবে, বেশ কয়েকজন কর্মকর্তা মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো অভিযানে জড়ানোর গুঞ্জন এড়িয়ে গেলেও বিশ্লেষকরা মনে করছেন, লিবিয়ার মতোই নাইজেরিয়ায় বিশেষ বাহিনী পাঠাতে পারে পেন্টাগন।

লিবিয়ায় জঙ্গিদের কাছে বিদেশি নাগরিক জিম্মি হওয়ার ঘটনায় গত বছরের অক্টোবরে দেশটিতে বিশেষ বাহিনী পাঠিয়ে অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

এদিকে, স্কুলছাত্রীদের অপহরণ ও সরকারের করণীয় বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত নাইজেরীয় দূতাবাসে বুধবার একটি সংবাদ সম্মেলন করেছেন কংগ্রেসওম্যান শিলা জ্যাকসন লি, কারেন ব্যাস ও অন্যরা।

এই সংবাদ সম্মেলনেও স্কুলছাত্রীদের উদ্ধারে নাইজেরীয় সরকারের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন কংগ্রেস প্রতিনিধিরা।

১৪ এপ্রিল বোকো হারাম নাইজেরিয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে দুইশ’ ৭৬ জন কিশোরীকে অপহরণ করে।

পরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির প্রধান জানান, এসব কিশোরীদের বাজারে বিক্রি করে দেওয়া হবে।

এরই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ঘোষণা দেন, এই সব অপহৃত কিশোরীদের উদ্ধারে নাইজেরিয়াকে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

কিশোরীতের উদ্ধারের বিষয়ে এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ওবামা বলেন, আমরা তাদের (অপহৃতদের) উদ্ধারে সবরকমের সহযোগিতা করবো।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়সহ নাইজেরিয়ায় অপহৃত কিশোরীদের উদ্ধারে আমাদের সব কিছুই করা উচিত।

তবে, মার্কিন প্রেসিডেন্টের এ আশ্বাসের দিনই নতুন করে আরও আট কিশোরীকে অপহরণ করেছে বোকো হারাম।

অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকারী নাইজেরীয়রা সে দেশের নাইজেরিয়া দূতাবাসের সামনে কিশোরীদের অপহরণের প্রতিবাদে স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।