ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি ব্লগারকে ১০ বছরের জেল, ১০০০ বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মে ৮, ২০১৪
সৌদি ব্লগারকে ১০ বছরের জেল, ১০০০ বেত্রাঘাত ছবি: সংগৃহীত

ঢাকা: ব্লগ ব্যবহারের মাধ্যমে ইসলাম ‘অবমাননা’ করায় রাইফ বাদাই নামে এক সৌদি ব্লগারকে ১০ বছরের জেল দিয়েছে দেশটির এক আদালত।

এছাড়া তাকে এক হাজার বেত্রাঘাত ও দুই লাখ ছেষট্টি হাজার ডলার জরিমানাও করা হয়েছে।



স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।  

লিবারেল সৌদি নেটওর্য়াক নামক ব্লগের সহ প্রতিষ্ঠাতা বাদ‍াইকে ২০১২ সালে গ্রেফতার করা হয়। এর আগে এক আপিলে হেরে যান বাদাই।

ব্লগটিকে বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।