লন্ডন: হৈ চৈ ফেলে দেওয়া ভিন্নধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ন্যায়বিচার নাও পেতে পারেন--লন্ডনের একটি আদালতে এমন মন্তব্য করেছেন তারই আইনজীবী।
ওই আইনজীবী আরও বলেন, জুলিয়ান অ্যাসাঞ্জকে ধর্ষণের অভিযোগে সুইডেনের কাছে হস্তান্তর করা হলে তার ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা রয়েছে।
অ্যাসাঞ্জের আইনজীবী জিওফ্রে রবার্টসন কিউসি আশঙ্কা প্রকাশ করে বলেন, তার মক্কেলকে গোপন নথি ফাঁস করার পৃথক অভিযোগে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।
অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তর সংক্রান্ত একটি মামলার শুনানি চলছে লন্ডনের বেলমার্শ আদালতে।
তার বিরুদ্ধে দুইজন নারী যৌন হয়রানির অভিযোগ আনলে বিচারের জন্য তাকে যুক্তরাষ্ট্র থেকে সুইডেনে পাঠাতে চাইলে এই বিচার প্রক্রিয়া শুরু হয়।
এদিকে, ৩৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ার নাগরিকের আইনজীবীরা আশা করছেন তাকে হস্তান্তরের এই আবেদন গ্রহণযোগ্য হবে না কারণ তিনি এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত নন।
ধূসর রঙের কোর্টের সঙ্গে গাঢ় নীল রংয়ের টাই পরে অ্যাসাঞ্জ লন্ডনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এই আদালতে হাসিমুখে প্রবেশ করেন। এই শুনানি দুই দিনব্যাপী চললেও মঙ্গলবারেই কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না । বিচারকরা আশা করছেন চলতি মাসের শেষের দিকে এর রায় দেওয়া হবে।
অবশ্য রায় যদি অ্যাসাঞ্জের বিরুদ্ধে যায় তাহলে তিনি ইংল্যান্ডের উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭ , ২০১১