ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৯ হাজার কর্মী ছাঁটাই করছে বার্কলেস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ৮, ২০১৪
১৯ হাজার কর্মী ছাঁটাই করছে বার্কলেস

ঢাকা: আগামী তিন বছরে বিশ্বব্যাপী ১৯ হাজার কর্মী ছাঁটাই করবে যুক্তরাজ্যভিত্তিক ব্যাংক বার্কলেস। খরচ কমানোর অংশ হিসেবে এ ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।



বৃহস্পতিবার ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের শেষ নাগাদ ১৪ হাজার কর্মী ছাঁটাই করবে ব্যাংকটি। যদিও চলতি বছরের শুরুতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা বলা হয়।

তবে, অর্ধেকের বেশি কর্মীই যুক্তরাজ্য থেকে ছাঁটাই করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে বার্কলেসের চিফ এক্সিকিউটিভ অ্যান্টনি জেনকিনস বলেন, এটি হবে বার্কলেসের সবচেয়ে বড় সরলীকরণ।

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক ব্যাংকিংয়ে দিকে নজর দিচ্ছি। যেখানে আমাদের ব্যবসায়িক সুবিধা ও সার্মথ্য আছে সেখানেই আমরা কার্যক্রম পরিচালনা করবো।

এছাড়া ‘ব্যাড ব্যাংক’ নামে নতুন একটি শাখা খোলার কথা জানিয়েছে বার্কলেস। এ শাখার মাধ্যমে ব্যাংকের ১১৫ বিলিয়ন পাউন্ড মূল্যের নন-কোর সম্পদ বিক্রি করা হবে বলেও জানায় ব্যাংকটি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।