ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বারানসিতে সভার অনুমতি মেলেনি, ইসির নিরপেক্ষতায় প্রশ্ন মোদীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মে ৮, ২০১৪
বারানসিতে সভার অনুমতি মেলেনি, ইসির নিরপেক্ষতায় প্রশ্ন মোদীর ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বারানসিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে জনসভা করার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। এতে বেজায় ক্ষেপেছেন মোদী।

সরাসরি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার জনসভা করার কথা নরেন্দ্র মোদীর। এজন্য বারানসির বীণা বাগ এলাকায় সভা করার অনুমতিও চাওয়া হয় স্থানীয় নির্বাচন কমিশন বরাবর।

তবে অনুমতি দিলে নির্বাচনী নিরাপত্তা বিঘ্নিত হতে পারে-এমন আশঙ্কায় বিজেপিকে ফিরিয়ে দেন রিটার্নিং অফিসার প্রাঞ্জল যাদব। আর তাতে খোদ মোদীসহ দেশটির প্রধান বিরোধী দল বিজেপির শীর্ষ নেতারা চরম বিক্ষুব্ধ হন।

সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের প্রতিবাদে বারানসি, দিল্লিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে বিজেপি। আর এসব বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন অরুণ জেটলি-অমিত শাহ’র মতো নেতারা। বারানসির বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের লংকা গেটেও বিক্ষোভ চলছে বলে জানা গেছে।

বিজেপির বিক্ষোভ থেকে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের অপসারণ দাবি করা হয়েছে।

বিজেপি সূত্র জানিয়েছে, সভার অনুমতি না মিললেও হেলিকপ্টারযোগে পৌঁছে বারানসির উপকণ্ঠে একটি সভায় ভাষণ দেবেন মোদী। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য রোড শো‘র নেতৃত্ব দেবেন তিনি।

বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের যেকোনো শোভাযাত্রার চেয়ে সর্ববৃহৎ হবে এটি।

সভার পাশাপাশি গঙ্গ‍া আরতি এবং স্থানীয় একটি হোটেলে ১৫০ জন বাসিন্দার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদীর।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।