ঢাকা: থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার দেশটির সিনেটে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন।
সিনেটে ইংলাক দোষী প্রমানিত হলে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ হবেন থাইল্যান্ডের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী ।
এর আগে দুর্নীতি দমন কমিশন চাল ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগ প্রমানের জন্য তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।
সংস্থাটির প্রেসিডেন্ট পেনথেপ ক্লানারঙের বরাত দিয়ে রয়টার্স জানায়, কমিটি তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছেন ।
প্রসঙ্গত, ইংলাক তার নিরাপত্তা প্রধানকে পরিবর্তনে ক্ষমতার অপব্যবহার করেছেন এমন অভিযোগে গতকাল দেশটির সাংবিধানিক আদালত তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন।
বাংলাদেশ সময় : ১৮১৭ ঘণ্টা, মে ০৮, ২০১৪