ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

প্রথমবারের মতো সূর্যের ত্রিমাত্রিক চিত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, ফেব্রুয়ারি ৭, ২০১১
প্রথমবারের মতো সূর্যের ত্রিমাত্রিক চিত্র

লন্ডন: মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা প্রথমবারের মতো সূর্যের ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম হয়েছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।



রোববার নাসা জানিয়েছে, দুটি মহাকাশযান সূর্যের দুই দিকে গিয়ে এ ছবি ধারণ করতে সক্ষম হয়েছে। এর আগে, এ লক্ষ্যে ২০০৬ সালে মহাকাশযান দুটি পৃথিবীর কক্ষপথ দিয়ে যাত্রা শুরু, পরস্পর উল্টো দিকে। এরপর সূর্যপৃষ্ঠের ছবি তুলতে সক্ষম হয়।

নাসার এ ছবি ধারণ করতে হয়েছে ৫০ কোটি মার্কিন ডলার। সূর্যের অভ্যন্তরীণ কার্যক্রম অনুধাবনে সহায়তার লক্ষ্যে ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে এ ছবি কাজে লাগবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এই তারকাটির ঠিক বিপরীত দিক থেকে তোলা ছবিগুলোর সাহায্যে বিজ্ঞানীরা এখন সব কোণ থেকেই সূর্যকে দেখতে পারবেন।

ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে রাদারফোর্ড অ্যাপলটন ল্যাবের বিজ্ঞানী ও এ প্রকল্পের প্রধান রিচার্ড হ্যারিসন বলেন, ‘লোকজন মনে করে হলুদ রঙের সূর্যটা মৃসণ, আসলে তা না। ব্যাপারট বেশ জটিল। আর ত্রিমাত্রিক ছবিগুলো আমাদের খুব দরকার ছিল, এর ভেতরে কীভাবে কাজ হচ্ছে সেটা জানার জন্য। ’

আশা করা হচ্ছে, এর মাধ্যমে করোনাল মাস ইজেকশনের (সিএমই) রহস্য উদঘাটন করতে পারবেন। সিএমই হচ্ছে সূর্যপৃষ্ঠে এক ধরনের উদগিরণ যাতে ঘণ্টায় সাড়ে চার লাখ মাইল বেগে কোটি কোটি টন পদার্থ পৃথিবীর উদ্দেশে ছুটে আসতে পারে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।