ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের প্রতি অর্থনীতি উন্মুক্ত করার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১
ভারতের প্রতি অর্থনীতি উন্মুক্ত করার আহ্বান যুক্তরাষ্ট্রের

নয়াদিল্লি: দারিদ্র দূরীকরণ এবং আন্তর্জাতিক বিনিয়োগে উৎসাহ দিতে ভারতের অর্থনীতি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী গ্যারি লক। এ জন্য তিনি বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করে শুল্ক কমানোর ব্যাপারেও আহ্বান জানান।

 

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্ক স্থাপনে লক এ মুহূর্তে ভারত সফরে রয়েছেন। তার সঙ্গে ওয়াশিংটনের ২৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রতিরক্ষা এবং পরমাণু জ্বালানির প্রধান কর্মকর্তারাও রয়েছেন। তিনি বলেন ইতমধ্যে তিনি বাণিজ্যের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

গত বিশ বছরে অর্থনীতির ক্ষেত্রে নাটকীয় উন্নতি করেছে। কিন্তু দেশটির সুপারমার্কেটসহ বিভিন্ন লাভজনক খাতে আন্তর্জাতিক পণ্য নিষিদ্ধ।

নয়াদিল্লিতে একটি মতবিনিময় সভায় লক বলেন, ‘এ মুহূর্তে ভারত অর্থনীতিকে উন্মুক্ত করে দিলেও দেশটিতে বিদেশি পণ্যের বাণিজ্য করতে প্রচুর শুল্ক এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারতকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে। কিন্তু বাজার প্রতিবন্ধকতা তাদের আটকে রেখেছে। ’
 
তিনি আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে দেখা যায়, ভারতের নিজস্ব কিছু প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে এই প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হয়েছে। আসলে এগুলো সরাসরি বিনিয়োগ কমাতেই তৈরি করা হয়েছে। ’

সম্প্রতি ফ্রান্সের একটি বড় কোম্পানি কারেফো প্রথমবারের মতো ভারতে পাইকারিভাবে বিক্রির দোকান খোলে। কিন্তু অন্যান্য খুচরা বাজারের মতো সরাসরি খদ্দেরদের কাছে পণ্য বিক্রির অধিকার পায়নি এই কোম্পানিটি। বিদেশি কোম্পানিগুলোর মধ্যে শুধুমাত্র রিবক, মার্কস এবং স্পেনসার খুচরাভাবে পণ্য বিক্রি করতে পারে।

এদিকে, বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা ইতিমধ্যে ভারতে দুইটি দোকান খুলেছে এবং তারা আগামী চার বছরের মধ্যে আরও ১০টি দোকান খোলার পরিকল্পনা করছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭ , ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।