ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৫ হাজার মিটার উপর থেকে পড়ে রক্ষা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ৮, ২০১৪
১৫ হাজার মিটার উপর থেকে পড়ে রক্ষা!

ঢাকা: ১৫ হাজার মিটার উচ্চতা থেকে পড়ে প্রাণে বেঁচে গেলেন পেরুর এয়ারফোর্সের এক কর্মকর্তা। অবিশ্বাস্যভাবে বেঁচে ওই কর্মকর্তার নাম আমাসিফুয়েন গামারা (৩১)।



সম্প্রতি প্রশিক্ষণ কর্মসূচি চলাকালে পেরুর রাজধানী লিমায় এ ঘটনা ঘটে। মাটিতে পড়ে তার কয়েকটি হাড় ভেঙেছে।

এয়ারফোর্সের ইমার্জেন্সি রুমের ডাক্তার গুলারমো পোচেছো বলেন, এটা অলৌকিক! তিনি জীবিত আছেন। সৃষ্টিকর্তার ইচ্ছাই তিনি বেঁচে আছেন।

ডাক্তার বলেন,  সামরিক প্লেন থেকে ১৫ হাজার মিটার উচ্চতা থেকে লাফ দেন গামারা। কিন্তু যখনই তিনি তার সঙ্গে থাকা প্যারাসুট মেলতে যান তখন সেটি তার গলায় পেঁচিয়ে যায়। এরপরই তিনি জ্ঞান হারান।

তাকে অতিরিক্ত মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি পেরুর বিমান বাহিনীতে আট বছর ধরে সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।