কলকাতা: মোদী সাম্প্রদায়িক আর তার সঙ্গে ভোটের পরে আঁতাত হতে পারে মমতা বন্দোপাধ্যায়ের। তাই ভোট মোদীকে না, মমতা বন্দোপাধ্যায়কেও না।
বৃহস্পতিবার কলকাতায় এক সভায় এমন ঘোষণা দিলেন কলকাতার মুসলিম সম্প্রদায়ের একাংশ। ‘শওকত আলি ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভা থেকে ঘোষণা আসে, দিল্লীতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলে নষ্ট হবে ভারতের ধর্মনিরপেক্ষ পরিবেশ। খর্ব হতে পারে সংখ্যালঘুদের অধিকার। তৈরি হতে পারে দাঙ্গার পরিবেশ। তাই কোনোভাবেই নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া যাবে না।
অপরদিকে সভার বক্তারা হতাশা ব্যক্ত করেন মমতা বন্দোপাধ্যায়ের সরকারের ওপর। তারা জানান ভোট পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে জোট করার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। তাই ভোট তৃণমূল কংগ্রেসকেও দেওয়া যাবে না।
তবে কলকাতার জাকারিয়া স্ট্রিটে অনুষ্ঠিত ওই সভা থেকে কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা নির্দিষ্ট করে জানান হয়নি।
কলকাতায় রাহুল গান্ধীর সভা করে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই মুসলিম সংখ্যালঘুদের বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ৯ মে , ২০১৪