ঢাকা : দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও দেশটির বিদ্রোহী নেতা রিয়েক মার্চারের মধ্যে যুদ্ধ বিরোধী শান্তিচুক্তি হয়েছে।
গত পাঁচমাস ধরে চলা রক্তক্ষয়ী জাতিগত সংঘাতে হাজার হাজার বেসামরিক লোক নিহত ও দশ লাখেরও বেশি লোক গৃহহীন হওয়ার পর দুই নেতা গতকাল শুক্রবার ইথোপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক যুদ্ধ বিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
চুক্তিতে দেশটির নতুন খসড়া সংবিধান প্রণয়ন, অন্তর্বর্তী সরকার গঠন ও নির্বাচনের বিষয়ে দুই নেতা একমত হয়েছে।
তবে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
চুক্তির পর তারা দ্রুত তাদের অনুসারী যোদ্ধাদের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহবান জানাতে সম্মত হয়েছে।
এদিকে সুদানের এ শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছে, দক্ষিণ সুদানের পুর্নগঠনের জন্য এ চুক্তি মাইলফলক হয়ে থাকবে।
বাংলাদেশ সময় : ১৬২৩ ঘণ্টা, মে ১০, ২০১৪