ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোয় ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মে ১২, ২০১৪
কঙ্গোয় ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১৫

ঢাকা: কঙ্গোর রাজধানী কিংসাসায় ফুটবল ম্যাচে হট্টোগোলকে কেন্দ্র করে পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

উত্তেজিত জনতার ওপরে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লে ভীত হয়ে দর্শকরা ছোটছুটি করতে থাকলে এ হতাহতের ঘটনা ঘটে।



কঙ্গোর স্থানীয় সময় রোববার রাতে এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, স্থানীয় এএসভি ক্লাব খেলায় ১-০ গোলে হেরে যাওয়ায় এর সমর্থকরা হট্টগোল শুরু করে। এতে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে তাদের শান্ত করার চেষ্টা করে। এসময় দর্শকরা ভীত হয়ে ছোটাছুটি করলে ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়।

এর আগে, গত মাসে একটি গানের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।