ঢাকা: গুরুত্বপূর্ণ বারানসি ও পশ্চিমবঙ্গের প্রায় দেড় ডজন আসনসহ ভারতের জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে মোট ৪১টি আসনে শেষ দফায় ভোটগ্রহণ চলছে।
সোমবার সকাল ৭টা থেকে নবম ও শেষ দফায় একযোগে তিনটি রাজ্যের ৪১টি আসনে ভোটগ্রহণ শুরু হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মোটামুটি শান্তিপূর্ণভাবে সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ১৭টি, বিহারের ছয়টি এবং উত্তর প্রদেশের ১৮টি আসনে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে।
শেষ দফার নির্বাচনে সবচেয়ে বেশি নজর বারানসি আসনের দিকেই। এ আসনে লড়ছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের অজয় রায়। নির্বাচনী প্রচারণা নিয়ে এ আসনেই কংগ্রেস-বিজেপি-আম আদমি-নির্বাচন কমিশন স্নায়ুযুদ্ধ হয়েছে বেশি।
গত ৭ এপ্রিল মাত্র ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের ক্ষমতার মসনদে বসার ‘ম্যান্ডেট’ প্রাপ্তির জমজমাট লড়াই। সোমবারের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে মাসাধিক কালব্যাপী এ লড়াই। আগামী ১৬ মে একযোগে ৫৪৩টি সংসদীয় আসনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ভারতের ৮১ কোটি ৪৫ লাখ ভোটার দেশের সরকার পরিচালনার দায়িত্ব আগামী পাঁচ বছরের জন্য কাকে পছন্দ করছেন-সেটা জানা যাবে ১৬ মে’র দিন শেষেই।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মে ১২, ২০১৪