ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বন্দর নগরী মারিওপুলে সরকারি বাহিনী ও ‘বিচ্ছিন্নতাবাদীদের’ মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কৃষ্ণসাগর তীরবর্তী শহরটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ’২০ সন্ত্রাসী’ নিহত হয়েছে।
কী কারণে এ সংঘর্ষ বেধেছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সঙ্গে সদ্যযুক্ত ক্রিমিয়া সফরে যাওয়ার পর এ সংঘর্ষের খবর এ অঞ্চলে আরও বেশি উত্তেজনা ছড়াবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১৪