ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, মে ১০, ২০১৪
উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৭

ঢাকা: ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে সাত জনই নারী।

এছাড়া, আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ২২ জন যাত্রীবাহী বাসটি শনিবার দুপুর পৌনে ১টার দিকে উত্তরাখণ্ডের চ্যামোলি জেলার নন্দপ্রেয়াগ ঘাট এলাকায় ৩০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়। গন্তব্য থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এ দুর্ঘটনার কবলে পড়ে ঋশিকেশ থেকে ঘাট গামী বাসটি।

চ্যামোলি জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দ কিশোর জোশি বলেন, ১৫ জন ঘটনাস্থলেই মারা যান, আর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দু’জন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছ‍ানো পুলিশ কর্মকর্তারা জানান, বিশাল খাদে পড়ে বাসটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট জানা না গেলেও মনে করা হচ্ছে বিপদসঙ্কুল সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

এ দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্র হারিশ রাওয়াত ও গভর্নর আজিজ কোরেশি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।