ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় নৌকা ডুবিতে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, মে ১২, ২০১৪
লিবিয়ায় নৌকা ডুবিতে নিহত ৪০

ঢাকা : লিবিয়ায় নৌকা ডুবিতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আল-জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ৫০ কিলোমিটার পূর্বে গ্যারাবুলিতে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।

তবে কখন ও কী কারণে নৌকা ডুবির ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

অবশ্যই দেশটির নৌ-বাহিনী জানিয়েছে, শুক্রবার নৌকটি ডুবেছে এবং এ পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ৭৪ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলেও জানায় তারা।

এ দিকে এএফপি নিউজ এজেন্সি নৌ-বাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, মঙ্গলবার নৌকাটি ১৩০ জন অভিবাসী নিয়ে ইউরোপে যাওয়ার সময় ডুবে গেছে।

বাংলাদেশ সময় : ০০৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৪


.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।