ঢাকা : লিবিয়ায় নৌকা ডুবিতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আল-জাজিরা এ খবর নিশ্চিত করেছে।
নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ৫০ কিলোমিটার পূর্বে গ্যারাবুলিতে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।
তবে কখন ও কী কারণে নৌকা ডুবির ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।
অবশ্যই দেশটির নৌ-বাহিনী জানিয়েছে, শুক্রবার নৌকটি ডুবেছে এবং এ পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ৭৪ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলেও জানায় তারা।
এ দিকে এএফপি নিউজ এজেন্সি নৌ-বাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, মঙ্গলবার নৌকাটি ১৩০ জন অভিবাসী নিয়ে ইউরোপে যাওয়ার সময় ডুবে গেছে।
বাংলাদেশ সময় : ০০৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৪
.