ঢাকা: স্থানীয় বিজ্ঞাপন দাতাদের সুবিধার্থে চীনে একটি সেলস অফিস খোলার কথা ভাবছে বিশ্বের বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবক।
ফেসবুকের কর্পোরেট ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট ভন স্মিথের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।
তবে এ বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় বিজ্ঞাপন দাতাদের বিষয়টি মাথায় রেখে আগামী এক বছরের মধ্যে ফেসবুক চীনে সেলস সেন্টার খুলবে। তবে ঠিকাদারের মাধ্যমে নাকি ফুলটাইম কর্মী নিয়োগের মাধ্যমে নতুন এ সেলস সেন্টার পরিচালনা করা হবে সে বিষয়েও কিছু জানা যায়নি।
হংকংয়ে ফেসবুকের একটি সেলস অফিস রয়েছে, যার মাধ্যমে বর্তমানে চীনের কার্যক্রম পরিচালিত হয়। অফিসটিতে কর্মীর সংখ্যা ৩০ থেকে ৪০ জন।
২০০৯ সালে চীন সরকার দেশটিতে ফেসুবক নিষিদ্ধ ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মে ১৩, ২০১৪