ঢাকা: ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ছয় বছরের জেল দিয়েছেন দেশটির আদালত।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে।
তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন ওলমার্টের এক মুখপাত্র।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট এ বিষয়ে রুল জারি না করবে ততক্ষণ পর্যন্ত তাকে যেনো কারগারে না পাঠানো হয় সে বিষয়ে আবেদন করা হবে।
৬৮ বছর বয়সী ওলমার্ট জেরুজালেমের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে চলতি বছরের মার্চে তিনি দোষী সাব্যস্ত হন।
এই প্রথম কোনো ইসরায়েলি সাবেক সরকার প্রধান হিসেবে ওলমার্টের জেল হলো।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ১৩, ২০১৪