ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলজাজিরায় নারায়ণগঞ্জের ৭ খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৪
আলজাজিরায় নারায়ণগঞ্জের ৭ খুন

নারায়ণগঞ্জ: বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম আলজাজিরা টেলিভিশন নারায়ণগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া সেভেন মার্ডার নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে।

দুই মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিও প্রতিবেদনে নারায়ণগঞ্জে অপহরণের পর ৭ জনের লাশ উদ্ধার, নিহতের পরিবারের ক্ষোভ, বিএনপি নেতাদের আন্দোলনের তৎপরতার বিষয়গুলো তুলে ধরা হয়।



গ্রীনিচ সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টা ১৮ মিনিটে প্রতিবেদনটি আলজাজিরার এশিয়া বিভাগের সংবাদে গুরুত্ব সহকারে প্রচার করা হয়।

প্রতিবেদনটি তৈরি করেছেন মাহের সাত্তার।

প্রতিবেদনে বলা হয়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা সবাই ক্ষমতাসীন দলের লোক। ঘটনাটি নারায়ণগঞ্জসহ সারাদেশের মানুষকে আতঙ্কিত করেছে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও নারায়ণগঞ্জে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। অপরহণের ঘটনায় রাস্ট্রীয় বাহিনী নিন্দিত হচ্ছে।

প্রতিবেদনে নগর বিএনপির এটিএম কামালের বক্তব্য নেওয়া হয়। এতে তিনি বলেন, নারায়ণগঞ্জে চলাচলে নিরাপত্তা নেই। চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।