ঢাকা: হাল আমলে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে ‘সেলফি’। বিয়েবাড়ি থেকে শপিং সেন্টার কিংবা স্কুলের সবচেয়ে বদরাগী স্যারের ক্লাস, এ প্রজন্মের মোবাইল-ফোন ব্যবহারকারীদের ‘সেলফি’ তোলা চাই-ই চাই।
যদি জানতে চাওয়া হয়, সেলফি অর্থাৎ নিজের ছবি নিজে তুলতে কী করেছেন আপনি, অথবা কতটুকু ত্যাগ স্বীকার করতে পারবেন? হয়তো বলা হবে, চলন্ত বাসের দরজায় ঝুলন্ত ছবিও তোলার রেকর্ড আছে।
কিন্তু অ্যালেক্স শেকন নামে যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ৩৬০ ডিগ্রি বরাবর তার সেলফি ভিডিও তুলতে একটানা দুই বছর ঘুরে বেড়িয়েছেন সারা দুনিয়া।
অবশ্য ৩৬টি দেশের প্রায় ৩০০ জায়গায় নিজের চেহারা দেখানো অন্যতম উদ্দেশ্য হলেও এই অভিযানে তার প্রধান ও মহৎ উদ্দেশ্য ছিল অন্য কিছু। এসব সেলফি তুলতে অ্যালেক্স যে ক্যামেরাটি ব্যবহার করেন তার স্ট্যান্ডে লেখা আছে একটি মানবিক আবেদনময়ী লেখা- ‘ভাগ্যবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ান!’
দুর্দান্ত এসব সেলফি এবং অ্যালেক্স শেকনের সঙ্গে সংযুক্ত থাকতে ক্লিক করতে পারেন- https://plus.google.com/+AlexChacon/videos
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৪