ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই ভারতীয় সাংবাদিককে পাকিস্তান ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ১৪, ২০১৪
দুই ভারতীয় সাংবাদিককে পাকিস্তান ছাড়ার নির্দেশ ছবি: সংগৃহীত

ঢাকা : ভারতীয় দুই সাংবাদিককে আগামী এক সপ্তাহের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।

বুধবার সরকারি দপ্তর থেকে পাঠানো একটি চিঠির মাধ্যমে তাদেরকে ভিসার মেয়াদ বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।



তবে কেন তাদেরকে পাকিস্তান ছাড়তে হবে এ ব্যাপারে সরকার কোনো ব্যাখা দেয়নি।

দুই সাংবাদিক হলেন, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার স্নেহেস আলেক্স ফিলিপ ও দ্য হিন্দু’র মিনা মেনন।

তারা উভয়ই এক বছরেরও কম সময় ধরে পাকিস্তানে অবস্থান করছেন।

ফিলিপ তার টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যা আমাকে ও মিনাকে এক সপ্তাহের মধ্যে পাকিস্তান ছাড়তে হবে। ’

বাংলাদেশ সময় : ১৮৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।